পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ জীবন উৎসর্গ করে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছেন। রোববার (১৫ মার্চ) বেলা ১২ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীন দেশে সকলের অধিকার সমান বলে তিনি বাঙালীর আকাক্সক্ষা গণতন্ত্র সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা সহ মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজেদের দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠার জন্য সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য গড়ে তোলার কথা বলে এমপি বাবু আরো জানান, হিন্দু আর মুসলিম হোক এক শ্রেণির বিভেদকামী ও সুবিধাভোগী মানুষ সমাজকে ক্ষতি করতে চায়, কিন্তু এ থেকে মুক্ত হয়ে তিনি শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। পূজা পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, জেলা পূজা পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের মধ্যে অ্যাড. অজিত কুমার মন্ডল, সাধন চন্দ্র ভদ্র, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি রবীন্দ্র নাথ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। সভায় বক্তব্য রাখেন, দুই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, যুগোল কিশোর দে, প্রানকৃষ্ণ দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বিভূতি ভূষণ সানা, মুরারি মোহন সরকার, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সন্তোষ সরকার, অনাথবন্ধু সরকার, সুনিল মন্ডল, হেমেশ মন্ডল, পারুল রানী মন্ডল, সাংবাদিক বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, বাবুরাম মন্ডল, পিযুষ সাধু, সুকৃতি মোহন সরকার, নিরাপদ সরকার, নির্মল অধিকারী, তপন বাইন, শংকর দেবনাথ, বিমল সরকার, অসিত সাহা, বিদ্যত বিশ্বাস, দ্বীজেন মন্ডল, বিধান রায়, শংকর দত্ত, সুভাষ রায়, দেবব্রত রায়, পবিত্র মন্ডল, অশোক অধিকারী, গৌতম মন্ডল, কালীপদ বিশ্বাস, প্রভাষক তাপস মন্ডল, ইউপি সদস্য রাজেশ মন্ডল, বিশ্বজিৎ রায়, আন্দ্রীয় ডি রোজারিও, শিবপদ সরকার, কেডি বাবু, পরেশ সরকার, ধীমান মল্লিক, প্রদীপ মন্ডল, রামপ্রসাদ সানা সহ অনেকে। সভা শেষে সন্ধ্যায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জিরো পয়েন্টে উপজেলা পরিষদের কার্যালয়ের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
পাইকগাছায় পূজা পরিষদের কার্যালয় উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/