নিজস্ব প্রতিনিধি : ঝাউডাঙ্গা কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঝাউডাঙ্গা কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন,
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, কলেজের বিদ্যুৎসায়ী সদস্য সরদার এ মজিদ, মো. আনিছ উদ্দিন, অ্যাড. আব্দুল লতিফ, মো. আজমল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো. রমজান আলী বিশ্বাস, মো. আবু সাঈদ, মো. আনছার আলী, শিক্ষক প্রতিনিধি পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, মো. আব্দুল মান্নান, ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার প্রমুখ।
আলোচ্য সূচির মধ্যে বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উদ্যাপন সংক্রান্ত আলোচনা, কলেজ ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন প্রসঙ্গে, কলেজের সার্বিক উন্নয়নকল্প, ঝাউডাঙ্গা কলেজকে দ্রæত জাতীয়করণ প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে সভায় আলোচনা করা হয়।
এছাড়া কলেজের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিচালনা পরিষদের সভা শেষে কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন এবং কলেজের ভবন সংস্কারের লক্ষে একাডেমিক ভবনগুলি ঘুরে দেখেন।