নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সার্চ) দুপুরে শহরের পুলিশ লাইন থেকে বের হয়ে বিভিন্ন সড়কে এই জীবাণুনাশক পানি স্প্রে করা হয়। একই সাথে চালানো হয় জনসচেতনতা মূলক নানা প্রচারাভিযান। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হলে প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়ায় শহরে লোকজনের উপস্থিতি খুবই কম দেখা গেছে। এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) জানান, ‘করোনা একটি ছোঁয়াচে ভাইরাস। এই ভাইরাস থেকে মুক্ত হতে সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া যদি কেউ ঘরের বাহিরে বের হয় তাহলে পুলিশ তাদের উপর মৃদু অ্যাকশনে যেতে বাধ্য হবেন’। জীবাণুনাশক স্প্রে-কালে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর সার্কেল মীর্জা সালাহউদ্দীন, বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের উদ্যোগে শহরে জীবাণুনাশক স্প্রে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/