Site icon suprovatsatkhira.com

চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।  কাজী মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারুফের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। মারুফের শরীরেও করোনার লক্ষণ দেখা দিয়েছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। কাজী মারুফ ও তার স্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন।
কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ। এরপর বাবা কাজী হায়াৎ এর মাধ্যমে খুব অল্প সময়েই বাংলাদেশি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version