Site icon suprovatsatkhira.com

খুলনায় করোনা পরীক্ষায় পিসিআর মেশিন

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে এসে পৌঁছেছে।

সোমবার (৩০ মার্চ) সকালে এসে পৌঁছেছে মেশিনটি। কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিনটি স্থাপন করা হচ্ছে। পিসিআরের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ সুপ্রভাত সাতক্ষীরাকে জানান,  মেশিনটি আজ এসেছে এখন নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। বিকেলে ঢাকা থেকে এক্সপার্ট আসবেন। মেশিনটি এরপর ইনস্টলের প্রক্রিয়ায় যাবে। এখনও মালামাল তৃতীয় তলায় উঠানোর কাজ চলছে। আমরা আশা করছি, আগামী শনিবার (৪ এপ্রিল) পরীক্ষা শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, কিট এখনও আসেনি। তবে কিট নিয়ে কোনো টেনশন নেই। বলামাত্রই চলে আসেবে। কিট ছাড়া তো পরীক্ষাই করা যাবে না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version