Site icon suprovatsatkhira.com

খলিষখালীতে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটানো হয়েছে

খলিষখালী (পাটকেলঘটা) প্রতিনিধি: খলিষখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমানের উদ্যোগে স্থানীয় বাজার ও গ্রামের রাস্তায় জীবাণুনাশক ছিটানো হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে খলিষখালীর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বাজার ও গ্রামগঞ্জের বিভিন্ন সড়কে এই জীবাণুনাশক পানি স্প্রে করা হয়। সেই সাথে চালানো হয় জনসচেতনতা মূলক নানা প্রচারাভিযান ও মাস্ক বিতরণ। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হলে প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়ায় এলাকায় লোকজনের উপস্থিতি খুবই কম দেখা গেছে। এসময় চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান বলেন, ‘করোনা একটি ছোঁয়াচে ভাইরাস। এই ভাইরাস থেকে মুক্ত হতে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাহিরে বের হওয়া যাবে না। জীবাণুনাশক স্প্রের সময় গ্রাম পুলিশসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version