জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে ব্যাংদহা বাজার কমিটির আয়োজনে ব্যাংদহা বাজার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ব্যাংদহা বাজার কমিটির পক্ষ থেকে জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাংদহা বাজার কমিটির সভাপতি রাজ্যশ্বর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আ’লীগ ক্ষমতায় আসার পর দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অন্য কেউ করতে পারেনি। আমরা জনগণের উন্নয়নে সবসময় কাজ করি। আমাদের সরকার জন বান্ধব সরকার। এজন্য আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে পরিণত করতে হবে। কমিটিগুলোতে শিক্ষিত মানুষদের অগ্রাধিকার দিতে হবে। তাহলে দল যেমন শক্তিশালী হবে, ঠিক তেমনি দলের নেতা-কর্মীদের মূল্যায়ন হবে। তিনি আরও বলেন, শিক্ষিত মানুষরা নেতৃত্বের জায়গায় এলে দল আরও বেশি সুসংগঠিত হবে। কারণ শিক্ষিত মানুষেরা জানে কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দলের নেতা-কর্মীদের কীভাবে মূল্যায়ন করতে হয়। কমিটিগুলোতে পরীক্ষিত ও শিক্ষিত মানুষদেরকে মূল্যায়ন করা হবে। তিনি বলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ হবে জনগণের আশ্রয়স্থল। জেলা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী যদি তাদের দায়িত্বে মনোনিবেশ করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ খবর রাখে, সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তাহলে এ জেলায় আওয়ামী লীগের সমর্থন আরও বাড়বে। তাই জনগণের কথা মাথায় রেখে আমাদের রাজনীতি করতে হবে। আমাদের মনে রাখতে হবে জনগণ এ দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এ সময় তিনি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আরও শক্তিশালীভাবে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। সকল শ্রেণি পেশার মানুষকে আওয়ামী লীগের পাশে থাকার আহŸান জানান। সেই সাথে দলীয় নেতা-কর্মীদের সকল প্রকার দুর্নীতি থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়ে বলেন, কোন দুর্নীতিবাজ আওয়ামী লীগের গাঁ ঘেঁষেও থাকতে পারবে না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, স্যামুয়েল ফেরদৌস পলাশ, শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আ’লীগ নেতা শেখ রাশিদুজ্জামান রাশি, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক শেখ ফিরোজ আহমেদ টুটুল, সদর যুবলীগের যুগ্ম-আহŸায়ক সোহাগ হোসেন, অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। এর আগে ব্যাংদহা বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
কোন দুর্নীতিবাজ আওয়ামী লীগের গাঁ ঘেঁষেও থাকতে পারবে না-মুনসুর আহম্মেদ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/