Site icon suprovatsatkhira.com

কুলিয়া ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি সভা

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩মার্চ) সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বলেন করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আগত ব্যক্তিদের ১৪ দিন বাধ্যতা মূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে সাথে সাথে সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাড়ি হতে বের হওয়া যাবে না। এসময় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

কুলিয়া ইউপি সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শ্যামলী রাণী ও শিরিনা রসুল, ইউপি সদস্য রওনক-উল-ইসলাম রিপন, বিকাশ সরকার, গোলাম রব্বানী, ভরত চন্দ্র সরকার, অচিন্ত কুমার মন্ডল ও গ্রাম পুলিশসহ করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ন কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকল সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version