Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে কোচিং করানোর অপরাধে শিক্ষককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোর অপরাধে সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশারকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু সরকারি এ নির্দেশনা উপেক্ষা করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে খবর পেয়ে বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন।
এছাড়া বিকেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন উপজেলার নাজিমগঞ্জ, পাউখালি ও উত্তর কালিগঞ্জ বাজারে অভিযান এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেন। এর আগে বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এ প্রতিনিধিকে জানান, কোন বিদ্যালয়ে কিংবা কোচিং সেন্টারে কোচিং করালে, দ্রব্য মূল্য অধিক চাইলে এবং হোম কোয়ারেন্টিন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে। তিনি আরও বলেন, আমাদের টহড় টহড়শধষরমধহল ঝধঃশযরৎধ নামে একটি অফিসিয়াল ফেসবুক আইডি রয়েছে। সঠিক কোন তথ্য থাকলে ওই আইডিতে যে কেউ ইনবক্স করতে পারবে। ঘটনাস্থলে আধা ঘণ্টার মধ্যে ভ্রাম্যমাণ আদালত পৌঁছে যাবে। যিনি অভিযোগ করবেন তার নাম ও পরিচয় গোপন থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version