মার্চ ২০, ২০২০
কালিগঞ্জে কোচিং করানোর অপরাধে শিক্ষককে জরিমানা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং করানোর অপরাধে সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশারকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। কিন্তু সরকারি এ নির্দেশনা উপেক্ষা করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে খবর পেয়ে বেলা ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন অভিযান চালিয়ে এ রায় প্রদান করেন। 8,565,635 total views, 4,340 views today |
|
|
|