Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে ইট ভাটায় মাটি আনা-নেয়ার কাজে সড়কে অবৈধভাবে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। এর ফলে গ্রামীণ সড়কে দুর্ঘটনা বৃদ্ধি ও সড়কগুলি দ্রæত নষ্ট হওয়ায় থমকে যাচ্ছে উন্নয়ন কর্মকান্ড। এছাড়া এর আগে মাসিক সভায় সড়কে অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ করা হবে বলে জানানো হলেও অদৃশ্য কারণে আজ পর্যন্ত বন্ধ হয়নি। এ বিষয়ে দ্রæত পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া সভায় করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে উপজেলাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা বৃদ্ধি করা, সীমান্তে ভারত থেকে অবৈধ পথে কেউ দেশে প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবির টহল জোরদার করা, উপজেলায় সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কেয়ারেন্টাইনে অবস্থান নিশ্চিত করা, উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে কতিপয় শিক্ষকদের পরিচালিত কোচিং সেন্টার বন্ধসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মহাসীন আলী, শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ কিশোর পাল, বিজিবির বিওপি প্রতিনিধিরা, উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version