মার্চ ১৮, ২০২০
কলারোয়ায় বিপর্যস্ত সড়ক: ধুলা নয় যেন কুয়াশা
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মহা-সড়কের (সাতক্ষীরা-ঢাকা) বিপর্যস্ত অবস্থা ও সীমাহীন ধুলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে দিনে মহা-সড়কের এমন করুন অবস্থা থেকে মুক্তির জন্য এলাকাবাসী সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দ্রæত হস্থক্ষেপ কামনা করেছেন। পথচারীরা জানায়, কলারোয়া পৌর সদরের সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে খাদ্য-গুদাম মোড় পর্যন্ত সাতক্ষীরা-যশোর মহা-সড়কে বড় বড় গর্ত সৃষ্টি ও পিচ উঠে রাস্তাটি বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে একটু বাতাসেই বিষাক্ত ধুলার আবরণে ঢাকা পড়ছে পার্শ্ববর্তী ব্যবসায়ী প্রতিষ্ঠান ও আবাসিক বাড়ি। এদিকে মহা-সড়কে যাত্রীবাহী বাস চলাচল করায় প্রতিনিয়ত অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ পথচারীসহ এলাকার বাসিন্দারা। মহা-সড়কের এমন করুন অবস্থার কারণে রাস্তার দুই পাশে বিভিন্ন দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্কুল, কলেজে, আবাসিক বাড়ি ও সাধারণ পথচারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে’। পাথচারীরা আরও জানায়, রাস্তা দিয়ে বাস, ট্রাকসহ যেকোনো যানবাহন গেলেই ধুলার আবরণ যেন কুয়াশায় রূপ নেয়। ব্যস্ততম এ রাস্তা দিয়ে প্রতি সেকেন্ডে কোন না কোন যানবাহন চলাচল করে। ফলে দূষিত ধুলা থেকে রেহাই পাওয়া সম্ভব হচ্ছে না’। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তা সংস্কার না করার কারণেই এই ধুলোর উৎপত্তি। রাস্তা যত খারাপ হচ্ছে প্রতিদিনই ধুলার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে’। রাস্তার পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান, মহা-সড়কের দুই পাশে অনেক ব্যবসায়ী ইতিমধ্যে ধুলোবালির কারণে সর্দি-কাশি, হাঁচি, শ্বাসকষ্টসহ বিভিন্ন বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হয়েছেন। সেজন্য জীবন রক্ষায় বাধ্য হয়ে ব্যবসায়ীরা দিনের বেশিরভাগ সময় মহা-সড়কে পানি ছিটিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছেন। এসব ব্যবসায়ীরা রাস্তা সংস্কারসহ পরিবেশ রক্ষায় কলারোয়া পৌর প্রশাসনের নিকট রাস্তায় নিয়মিত পানি ছিটানো এবং দ্রত সড়ক সংস্কারে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 8,645,243 total views, 1,595 views today |
|
|
|