Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ফেনসিডিলসহ আটক-৫

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার মাদরা সীমান্ত থেকে ফেনসিডিল ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেটকার ও নগদ ৪৫ হাজার ৮শ’ ৪২ টাকা। মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার মাদরা বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দা গ্রামের আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪২), সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার শামছুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান (৩২), সুলতানপুরের আব্দুল ওয়াদুদের ছেলে মোস্তফা কামাল (৩২), কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আব্দুল হকের ছেলে সোহাগ হোসেন (২৫) ও একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রাশেদুজ্জামান (১৯)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার অনীত কুমার কুন্ডু এর নেতৃত্বে¡¡ বিজিবির একটি টহল দল রাতে মাদরা ক্যাম্পের সামনের রাস্তার উপর থেকে প্রাইভেটকারসহ পাঁচ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩ বোতল ফেন্সিডিল, ১২টি দামী মোবাইল ফোন ও নগদ বাংলাদেশী ৪৫ হাজার ৮শ’ ৪২ টাকা।

জব্দকৃত প্রাইভেটকার ও নগদ টাকাসহ উদ্ধারকৃত মালামালের আনুমানিক বর্তমান মূল্য ৩৩ লাখ ৮২ হাজার ৪শ’ ৪২ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত মালামালসহ আটক উক্ত ৫ ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এঘটনায় বিজিবি বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version