Site icon suprovatsatkhira.com

করোনা: সৌদি আরবে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে কারফিউ জারি হচ্ছে। রোববার (২২ মার্চ) কারফিউয়ের আদেশ দেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সৌদি গেজেটের ওই খবরে বলা হয়েছে, দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জন। এর মধ্যে শুধু রোববারই ১১৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী। সৌদিতে শনিবার আক্রান্ত হয় ৪৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান। তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হয়েছেন ৪০ জন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version