Site icon suprovatsatkhira.com

করোনা: গুজব নিয়ে সতর্ক করেছে সরকার

ডেস্ক রিপোর্ট:  করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয় সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

শনিবার (২৮ মার্চ) তথ্য অধিদপ্তরের পাঠানো এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে করোনা ভাইরাস বা যে কোন বিষয়ে কোনো রকমের তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই বাছাই করার জন্য তথ্য বিবরণীতে অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে গুজব মোকাবিলায় ৯৯৯ অথবা তথ্য অধিদফতরের ফোন নম্বর ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ এবং ইমেইল- piddhaka@gmail.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version