Site icon suprovatsatkhira.com

করোনা: অস্ট্রেলিয়ায় দেশজুড়ে ‘শাটডাউন’

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। বিশ্বের অনেক দেশ একে একে লকডাউন ঘোষণার পর এবার অস্ট্রেলিয়ায় দেশজুড়ে ‘শাটডাউন’ ঘোষণার খবর পাওয়া গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আজ থেকে ‘শাটডাউন’ করে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়া। খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় এর বিস্তার ঠেকাতে পাব, ক্লাব, জিম, ক্যাফে, সিনেমাহল ও উপাসনালয়ের মতো সব প্রতিষ্ঠান ‘শাটডাউন’ থাকবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় মন্ত্রিসভার এক বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একে দেশজুড়ে ‘শাটডাউন’ বলে মন্তব্য করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩শ’ ১৫ জনে। শাটডাউনের নতুন পদক্ষেপের ফলে অনেক ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তবে সুপার মার্কেট, পেট্রোল স্টেশন, ফার্মেসি এবং হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version