নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশের ন্যায় থমকে গেছে গোটা সাতক্ষীরা জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার আহবান করেছেন। তারই ধারাবাহিকতায় নিন্ম আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে তরুন ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদের নেতৃত্বে এগিয়ে এসেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সামাজিক দুরত্ব বজায় রেখে শুক্রবার ( ২৭ মার্চ) দিনভর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা শহরের বস্তি এলাকায় বসবাসরত অর্ধশত দিনমজুর পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেয়াজ, এক কেজি লবন ও দুইটি সাবানসহ বিভিন্ন সামগ্রী পৌঁছে দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আলাদাভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন ছাত্রলীগ নেতা শোভন, রাকিবুল ইসলাম,রাজুসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা।
এর আগে একযোগে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। এ সময় উপস্তিত ছিলেন, যুবলীগ নেতা জহরুল হক নান্টু, জিএম ওয়াহেদ পারভেজ, মিজানুর রহমান, রিপন,মামুন,রবিন,অপু প্রমুখ।
উল্লেখ্য, সরকারের টানা মেয়াদে যারা সুফল ভোগ করে আসছেন সেইসব প্রভাবশালী জনপ্রতিনিধি থেকে শুরু করে শিল্পপতিরা যখন করোনা আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ঠিক তখনই ছাত্রলীগ নেতা আসিফ মাহমুদের এ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।