নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, এস এম মোস্তফা কামাল জানান, গতকাল সোমবার সারা দিন জেলার ৮ টি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী কমিশনারদের নেতৃত্ব বাজার মনিটরিং করা হয়। করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ হয়ে। হোম কোয়ারেন্টিন অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়ের পাশাপাশি হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।
বিকাল ৫ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ব্রহ্মরাজপুর বাজারে ২টি চায়ের দোকানে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে দুইটি টেলিভিশন জব্দ করে।
এসময় বেলায়েত হোসেন গত বৃহস্পতিবার ভারত থেকে এসে উন্মুক্ত ঘোরাঘুরি করছিলো। খবর পেয়ে তার বাসায় যেয়ে তাকে হোম কোয়ারেণ্টাইন মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। তার বাড়িতে লাল নিশান উঠিয়ে তার হাতে অমোচনীয় কালীর সীল দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক, ভোমরা স্থলবন্দরে অভিযান চালায়। এসময় ভারত থেকে ৭৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে বন্দরে প্রবেশ করে। কাচা ফলমূল ভারত থেকে প্রবেশ করেছে। পাথর বহনকারী ভারতীয় ট্রাকও প্রবেশ করতে দেখা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে পণ্য তালিকা না টাঙানোর অপরাধে চারটি দোকানে মোট ৬৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
দেবহাটা উপজেলায় ১৯ টি টিম মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করছে। সচেতনতা, লিফলেট বিতরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। এছাড়া বাজারমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০০০ টাকা জরিমানা করা হয়েছে।
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে হোম কোরান্টাইনদের বাড়িতে লাল ফ্লাগ স্থাপন করা হয়েছে। বাজারে পণ্যের মূল্য স্বাভাবিক আছে।
শ্যামনগর উপজেলায় বিদেশ ফেরত প্রায় ২০০ জনের বাড়িতে লাল পতাকা উঠিয়ে দেয়া হয়।
আশাশুনি উপজেলায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সিল মারা এবং লাল নিশানা লাগানোর কার্যক্রম চলমান আছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের অভিযান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/