নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলশনে ভর্তি হওয়া যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত। বুধবার (২৫ মার্চ) তিনি জানান, ‘শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের এস.এম সুলতান মাহমুদ সুজন নামের ওই যুবককে ছাড়পত্র দেয়া হয়েছে। হাসপাতাল ছেড়ে তিনি নিজ বাড়িতে ফিরেছেন’। এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরও নতুন ৪শ’ ২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।
এ নিয়ে গত ৮ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ১হাজার ৫শ’ ৬২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১শ’ ৬৩ জন, আশাশুনি উপজেলায় ১শ’ ৮ জন, দেবহাটা উপজেলায় ১শ’ ৮৭ জন, কালিগঞ্জ উপজেলায় ২শ’ ২২ জন, কলারোয়া উপজেলায় ৪শ’ ৭০ জন, শ্যামনগর উপজেলায় ২শ’ ৪ জন ও তালা উপজেলায় ২শ’ ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। অপরদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরতদের ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তাদের বাড়িতে বাড়িতে টানানো হচ্ছে লাল ফ্লাগসহ তাদের হাতে মারা হচ্ছে শনাক্তকরণ সিল।