Site icon suprovatsatkhira.com

শার্শায় ইটালি ফেরত এক ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি : ইটালি থেকে ফিরে আসা এসএম আব্দুর রশিদ (৫৩) নামে এক ব‍্যক্তিকে নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।
সে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের (মেঠপাড়ার) মৃত রাহাতুল্লার ছেলে।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, ‘আব্দুর রশিদ ১৩ই মার্চ ইটালি থেকে বিমান যোগে আবুধাবী বিমান বন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ার লাইন্স যোগে শাহাজালাল বিমান বন্দরে আসেন। পরে সেখান থেকে পরিবহনে করে নিজ বাড়িতে ফিরে আসেন।
শনিবার সন্ধায় জামতলা বাজারে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা ভীতসন্ত্রস্থ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।

“রাতেই তাকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দ্দেশনা দিয়ে আগামী ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বক্ষনিক তার গতি বিধি লক্ষ্য করার জন্য ২জন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ‘ইতালি থেকে ফিরে আশা ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যপারে সার্বক্ষনিক তৎপর রয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version