Site icon suprovatsatkhira.com

রাজবাড়ী থেকে করোনা সন্দেহে ঢাকায় পাঠানো সেই ব্যক্তি মারা গেছে

রাজবাড়ী প্রতিনিধি : করোনা সন্দেহে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে ঢাকায় প্রেরণ করা সেই ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি মারা যান। তার নাম আক্কাস সরদার (৬০)। তিনি রাজবাড়ীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টিএনটি পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বুল বক্স সরদার। মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন মোঃ নুরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার সকালে আক্কাস সরদার নামে ৬০ বছর বয়সী একজন ব্যক্তি শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে সদর হাসপাতালের জরুরী বিভাগে আসেন। হাসপাতাল থেকে পরীক্ষা ও সার্বিক পর্যবেক্ষন শেষে এ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ করা হয়। তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অন্যত্র চিকিৎসা নিতে ফেরত দেয়। রাজবাড়ীতে ফেরত নিয়ে আসার সময় তাঁর মৃত্যু হয়েছে। উল্লেখ্য,এর আগে করোনা সন্দেহে পাংশা থেকে একজন ও সদরের শিক্ষা অফিসের এক কর্মকতাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পরীক্ষা শেষে তারা কেউ করোনায় আক্রান্ত নয় বলে রিপোর্টে জানা যায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version