Site icon suprovatsatkhira.com

ভাল কাজের মাধ্যমে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলতে হবে-এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘এক সময় সন্ত্রাসবাদের কারণে অনেক নিরীহ মানুষের প্রাণ গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে হাল ধরার কারণে আজ দেশ উন্নয়নের রোল মডেল। আমাদের মেধা আছে। আমরা লেখাপড়ায় ভাল, খেলাধুলায় ভাল, তাহলে আমরা কেন সন্ত্রাসবাদে জড়াব। সবাই মিলে ভাল কাজের মাধ্যমে সুন্দর সাতক্ষীরা গড়ে তুলতে হবে’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত প্রমুখ। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডিএমপির সিসিটিসির এডিসি নাজমুল হোসেন।

 

সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘সন্ত্রাসবাদের সীমানা নেই। আবার সব সন্ত্রাস আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করা যায় না। এজন্য সামাজিকভাবে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ কোন একক ধর্মগোষ্ঠীর জন্য নয়, বাংলাদেশ সকল ধর্মের। এ সময় তিনি জনপ্রতিনিধিদের সন্ত্রাসবাদ দমনে এগিয়ে আসার আহŸান জানান। সেমিনারে সাতক্ষীরার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version