বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ-ভারত দু’দেশেই করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ায় আগামীকাল থেকে সাধারণ পাসপোর্টধারী যাত্রীদের ভারত যাতায়াত সাময়িক বন্ধ থাকবে। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যে সকল বাংলাদেশি ভারতে অবস্থান করছে তারা বেরিয়ে আসতে পারবে ও যে সকল ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছে তারা বন্দর দিয়ে প্রবেশ করতে পারবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহাসিন খান জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে একটি চিঠি পাঠায়। তাতে লেখা আছে শুক্রবার (১৩ মার্চ) রাত ১২ টা থেকে নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী গ্রহন করা হবে না। যে সমস্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে ঢুকে আছে তারা ইচ্ছা করলে বেরিয়ে যেতে পারবে। আর ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যারা বাংলাদেশে আছে তারা ফিরে আসলে তাদেরকে গ্রহন করা হবে। নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রীর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দু’দেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবে।
বেনাপোল কাস্টমস’র সহকারি কমিশনার উত্তম চাকমা জানান, নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবে না এমন একটি চিঠি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনকে দিয়েছে এটা শুনেছি। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের কোন চিঠি বেনাপোল কাস্টমসকে দেওয়া হয়নি। যদি এরকম কোন নির্দেশনা আসে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বেনাপোল বন্দরের পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, নোভেল করোনা ভাইরাসের কারণে যাত্রী যাতায়াত সাময়িকভাবে বন্ধ থাকবে ও আমদানি-রফতানি বানিজ্য বন্ধের কোন আদেশ আমরা পায়নি। এরকম নির্দেশনা পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল চেকপোস্ট দিয়ে সাধারণ পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/