মার্চ ৪, ২০২০
বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়েছে ভারত
বেনাপোল প্রতিনিধি : উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (৪ মার্চ) বেলা ১২ টার সময় কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে ভারতের পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টে কুকুরগুলো হস্তান্তর করেন। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। গতকাল সকালে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর এ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয় । এ নিয়ে দ্বিতীয় চালানের ১০টি কুকুর আজ বাংলাদেশে আসল। ভারতীয় সেনাবাহিনীর উপহার দেওয়া ১০টি কুকুর গ্রহণ কালে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমান বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী সনাক্ত করতে সক্ষম। উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর আরও ১০টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর উপহার দিয়েছিলো ভারতীয় সেনাবাহিনী। 8,563,610 total views, 2,315 views today |
|
|
|