মার্চ ২, ২০২০
বন্দুক ও গুলিসহ সুন্দরবনের জোনাব বাহিনীর দুই সদস্য আটক
নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি :: বন্দুক ও গুলিসহ সুন্দরবনের জোনাব বাহিনীর দুই সদস্যকে আটক করেছে পশ্চিম জোনের কৈখালি কোস্টগার্ড সদস্যরা। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার রামপালের মো. গোলাম ওরফে বাবলা ও ভারতের শাহজালাল। রোববার (১ মার্চ) রাত ৮ টার দিকে পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল নদীর মোহন্তখালী খাল থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ওই বনদস্যুদের কবল থেকে ৩ জন জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজারনগরের কালিঞ্চি এলাকার বাবলু, শহীদ এবং উপজেলার কদমতলা হরিনগরের রেজাউল ইসলাম। সূত্র জানায়, আটক গোলাম এবং শাহজালালের কাছ থেকে একটি ১নলা বন্দুক ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। লে. ইন্তাজুল আলম’র সার্বিক দিক নির্দেশনায় কৈখালি কোস্টগার্ডের সিসি নজরুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা অফিসার তোফাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করা হয়। এছাড়াও অভিযানে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউপির ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ লাল্টু উপস্তিত ছিলেন। কৈখালি কোস্টগার্ড সূত্র জানায়, ‘অভিযান এখনও চলমান আছে’। 8,476,799 total views, 1,527 views today |
|
|
|