কাজী কামরুজ্জামান: সাতক্ষীরায় পর্দা উঠবে আজ ১৩ তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র।
বহুল প্রত্যাশিত এ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ফ.ম মোজাম্মেল হক ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী স.ম রেজাউল করিম। তিনি আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সাতক্ষীরায় আসবেন। জেলা তথ্য অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টার যোগে দুই মন্ত্রী সাতক্ষীরায় এসে আজ সকাল ১০ টা ১০ মিনিটে জেলা আওয়ামী লীগ আয়োজিত ১৩ তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ উদ্বোধন করবেন। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। দুুপুরে তাঁরা ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ জানান. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ এই ক্রিকেট টুর্নামেন্ট’র আয়োজন করেছে। আজ থেকে উৎসব মুখর পরিবেশে এ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আজ সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আজ শেখ রাসেল ক্লাব ও সাতক্ষীরা একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টায় শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম গণমুখী সংঘ, ১৪ মার্চ ইউনুস আলী স্মৃতি সংসদ বনাম যশোরের ম্যাগপাই ক্লাব, ১৫ মার্চ ইউনাইটেড ক্রিকেট ক্লাব বনাম খুলনার বয়রার তরুন সংঘ এবং ১৬ মার্চ ইয়াং বলাকা ক্রীড়া চক্র বনাম টাউন স্পোটিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ জেলার ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।
1,460 total views, 13 views today