Site icon suprovatsatkhira.com

পাচারের তিন বছর পর ১০ নারীকে বেনাপোলে দিয়ে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশী নারীকে বেনাপোল দিয়ে ৩ বছর পর হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদেরকে হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, ৩ বছর আগে ১০ বাংলাদেশী নারী বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে। খবর জানতে পেরে ভারতের নবজীবন নামে এক এনজিও সংস্থা জেল থেকে মুক্ত করে তাদের হেফাজতে রাখে। পরে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত আসে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, মঙ্গলবার সকালে জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার নিকট তাদের হস্তান্তর করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version