পাইকগাছা প্রতিনিধি : “আয় আয় সোনা মণি টিকা নিয়ে যা, মুজিব বর্ষে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ধাপ” এমনই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ গোলাদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খান মুহাম্মাদ আলমগীর।
কোষাধ্যক্ষ নার্গিস বানু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. সুজন কুমার সরকার, ডা. প্রশান্ত কুমার মন্ডল, ডা. আমিনুল ইসলাম, ডা. শেখ আজিজ হাসান, ডা. দোলা সাধু, ডা. মাধুরী মজুমদার, ডা. বন্দনা রায়, ডা. খুকুমণি খাতুন, ডা. ইফফাত তাসনীম, ডা. মাহমুদা হক,ডা. তাজুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, পূর্ণ চন্দ্র মন্ডল, সিনিয়র নার্স কালি রাণী সোম, রিনা রায়, রোজানা পারভীন, আরতি সরদার, আখতারুজ্জামান, বিচিত্র মন্ডল, মানিক চন্দ্র পাল, দেবব্রত সরকার, হাফেজ মুহিবুল্লাহ প্রমুখ।
সভায় ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল এবং ৯মাস থেকে শুরু করে ১০বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়াসহ করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনামূলক তথ্য ও পরামর্শ দেয়ার আহŸান জানান।