মার্চ ১৩, ২০২০
পাইকগাছায় বৃক্ষ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ
![]() পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গদাইপুর ইউপির মলঙ্গী বাজারের কাছে দখলীয় সম্পত্তি থেকে ৩ লাখ টাকার মূল্যের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার আরাজী ভাবানীপুরের হোসেন আলী সরদারের স্ত্রী আছিয়া বেগম এ অভিযোগ করেছেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ‘ক্রয় সূত্রে গদাইপুর মঠবাড়ী এসএ ১০১ খতিয়ানের ৩৪ দাগে পাইকগাছা খুলনা সড়কের ধারে ৪ শতক সম্পত্তিতে ভোগদখলে থাকা অবস্থায় মেহগনি গাছ সহ বহুবান বৃক্ষ রোপণ হয়। প্রতিপক্ষ পুরাইকাটির নুরআলী মোড়ল, সাত্তার সরদার, গোপালপুরের সোনাই মোড়ল সহ অনেকে গত ৮ মার্চ জমিতে অনধিকার প্রবেশ করে রোপণকৃত মেহগনি সহ ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে ক্ষয়-ক্ষতি করে’। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ‘এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর কাগজ-পত্র নিয়ে দু’পক্ষকে ডাকা হয়েছে’। 2,432,759 total views, 4,235 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|