মার্চ ১, ২০২০
পাইকগাছায় বীমা দিবসের কর্মসূচি পালন
![]() পাইকগাছা প্রতিনিধি : জাতীয় বীমা দিবস উপলক্ষে পাইকগাছায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ মার্চ) সকালে বিভিন্ন বীমা কোম্পানির সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ওসি এমদাদুল হক শেখ, পবিত্র কুমার দাস, জয়নাল আবদীন, মো. রেজাউল করিম, সরদার আলী আহসান, এস এম শহিদুল্লাহ, অধ্যক্ষ রবিউল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ পপুলার লাইফ ইন্স্যুরেন্স (একক ও তাকাফুল) ন্যাশনল লাইফ, ফারইস্ট, মেঘনা লাইফ, স্বদেশ, জীবন বীমা সহ বিভিন্ন কোম্পানির শাখা ম্যানেজার ও মাঠ পর্যায়ের কর্মীরা। এ সময় বিভিন্ন বীমা কোম্পানির ম্যানেজার ও মাঠ কর্মীদের মধ্য উপস্থিত ছিলেন, ইসহাক আলী শেখ, বিমল গাইন, এসএম আফজাল হোসেন, সফিকুল ইসলাম, শেখ ওলি আহাদ, ইবাদুল ইসলাম, জিএম আছলাম হোসেন, আব্দুল আলিম, খোরশেদ আলম, বৈদ্যনাথ সরদার, সালাউদ্দীন সরদার, জিএম ইকবাল হোসেন, শেখ জুলি, ফাতেমা তুজ জোহরা সহ অনেকে। 2,427,526 total views, 3,249 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|