মার্চ ৭, ২০২০
পাইকগাছায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের অনুমোদিত কমিটি প্রকাশ
![]() পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। খুলনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আমিনুর রহমান স্বাক্ষরিত অনুমোদিত কমিটির পদ-পদবিধারী ও সদস্যরা হলো- কমিটির সভাপতি প্রভাষক মো. মোমিন উদ্দীন, সহ-সভাপতি উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাবেক উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অব. প্রধান শিক্ষক কামরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির উদ্দীন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক পরিমল কুমার সাধু, যুগ্ম সম্পাদক প্রভাষক আঃ ওহাব বাবলু, প্রধান শিক্ষক সৌরভ মন্ডল, সাংগঠনিক প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, অধ্যক্ষ শিমুল বিল্লাহ (বাপ্পী), অ্যাড. শেখ তৈয়েব হোসেন, প্রকাশ ঘোষ, প্রভাষক রামপ্রসাদ সাধু, অর্থ প্রভাষক রতন কুমার দত্ত, দপ্তর প্রভাষক তরুন কান্তি মন্ডল, প্রচার সাংবাদিক আসাদুল ইসলাম, শিক্ষা প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, সংস্কৃতি- সহকারী অধ্যাপক সরদার আমজাদ হোসেন, মহিলা -অব. প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, গ্রন্থনা ও প্রকাশনা- সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পরিবেশ-অব. প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, বিজ্ঞান ও তথ্য- শিক্ষক আব্দুল করিম, ত্রান ও দুর্যোগ-সাংবাদিক জগদীশ দে, ক্রীড়া সম্পাদক প্রভাষক ইমতিয়াজ হোসেন, সদস্য প্রভাষক জিএম মনিরুল ইসলাম, প্রভাষক বজলুর রহমান, শিক্ষক জিএম সেলিম রেজা, প্রভাষক সমিরন কুমার দাশ,ব্যাংকার চিত্তরঞ্জন মন্ডল, ব্যবসায়ী বিপ্লব কুমার সাধু,অ্যাড. অরুনজ্যোতি মন্প, প্রধান শিক্ষক রেজাউল করিম ও সহকারী শিক্ষক মো. ফারুক হাসান। 2,424,779 total views, 502 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|