বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলার নাভারনে সাংবাদিক সেলিম রেজার নিজস্ব উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় শার্শা উপজেলার সদর ইউনিয়নের ৫টি গ্রামের ১শ’ ২৭টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি হত দরিদ্র ওইসব পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আলু ও ১ কেজি ডাউল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, শার্শা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহমুদ আল-ফরিদ ভুঁইয়া, উপজেলা আওয়ামী বাস্তহারালীগের সভাপতি আবুল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ইউপি সদস্য জুলফিক্কার আলী জুলু, মমিনুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
নাভারনে হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/