Site icon suprovatsatkhira.com

তালায় শালতা রিভার বেসিন কমিটির ত্রৈ-মাসিক সভা

তালা প্রতিনিধি : তালা উত্তরণ আইডিআরটিতে শালতা রিভার বেসিন কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) শালতা রিভার বেসিন কমিটি এ সভার আয়োজন করে। শালতা রিভার বেসিন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,

অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পশ্চিম শালতা কমিটির সদস্য শিবপদ মল্লিক, মো. রফিকুল ইসলাম, জি এম শহিদুল্লাহ শেখ সাদেকুজ্জামান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, গুলশানআরা খাতুন, মঞ্জুয়ারা খালেক, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা প্রমুখ। সভায় জমির মালিকদের পক্ষ থেকে জানা যায়, শালতা নদী খনন সিএস ম্যাপ অনুযায়ী হচ্ছে না।

সেজন্য শালতা ও পানি কমিটি পক্ষ থেকে দ্রæত শালতা নদীর নকশা সংগ্রহ করে নদী পরিদর্শন পূর্বক কোন সমস্যা দেখা গেলে তা সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ২ জন জাতীয় সংসদ সদস্যকে বিষয়টি অবগত করানোর মাধ্যমে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত গৃহীত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version