তালা প্রতিনিধি : কপোতাক্ষ নদে দ্রুত ক্রস ড্যাম নির্মাণের দাবিতে তালা সদরের ডাকবাংলোর সামনে কবি সিকান্দার আবু জাফর সড়কে যুবসমাজের এক মানববন্ধন ও গণ স্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) সকাল ১০ টা হতে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন তালা ইয়ুথ পানি কমিটির সদস্য আফসানা মিমি। তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা এমএম ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, শালতা কমিটির নেতা সরদার ইমান আলী, জিএম শহীদুল্লাহ, নাগরিক কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, পানি কমিটি নেতা প্রভাষক কামরুজ্জামান, ইয়ুথ পানি কমিটির সভাপতি মো. রেজওয়ান উল্লাহ, ইয়ুথ পানি কমিটির সদস্য মনিরা সুলতানা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনের একমাত্র টেকসই উপায় টিআরএম। বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং বর্তমানে কপোতাক্ষ অববাহিকায় টিআরএম বাস্তবায়নাধীন আছে। এই বৃহৎ ও অতি গুরুত্বপুর্ণ প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সে লক্ষে আমরা তরুণ সমাজ স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে যাচ্ছি। এই টিআরএম এর সুফল সঠিকভাবে পাওয়ার জন্য শুষ্ক মৌসুমে নদে আড়াআড়ি বাঁধ বা ক্রস ড্যাম স্থাপন করা খুবই জরুরী। নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও তা স্থাপন করা হয়নি। ফলে, নদীবক্ষে পলি অবক্ষেপণ বেড়ে কপোতাক্ষ নদ আবার মৃত প্রায়। শুধুমাত্র ক্রস ড্যাম না নির্মাণ করার কারণে সরকারের এত বড় একটি প্রকল্প আজ ব্যর্থ হবার পথে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি সত্ত¡র কপোতাক্ষ নদে ক্রস ড্যাম নির্মাণের দাবি করেন তারা।
তালায় কপোতাক্ষ নদে ক্রস ড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণ-স্বাক্ষর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/