Site icon suprovatsatkhira.com

খলিষখালী ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ: দুস্থ নারীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন ভিজিডি’র চাউল

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে ও লোকসমাগম এড়িয়ে চলতে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের চেয়ারম্যান ব্যতিক্রম উপায়ে ভিজিডি কার্ডধারীদের বাড়িতে বাড়িতে গিয়ে চাউল পৌঁছে দিয়েছেন। মঙ্গলবার পাটকেলঘাটা খাদ্য-গুদাম থেকে মার্চ মাসের বরাদ্দকৃত ২শ’ ২ জন গরিব ও দুস্থ নারীদের চাউল তুলে তা ভ্যান যোগে গ্রামে গ্রামে পাঠানো হয়। খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান চাউলের ভ্যান নিয়ে গ্রামে গ্রামে কার্ডধারীদের বাড়িতে গিয়ে হাজির হন। এ সময় তিনি ৩০ কেজি ওজনের বস্তা ভর্তি চাউল ভিজিডি কার্ডধারীর হাতে তুলে দেন।

বিষয়টি নিয়ে এলাকায় প্রশংসিত হয়েছেন চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। এ সময় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, ইউনিয়ন পরিষদের সচিব মো: শহিদুল ইসলাম, স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য, দফাদারসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। চাউল বিতরণের সময় করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার সাথে থাকতে এবং সরকারী সকল নির্দেশনা মেনে চলতে সাধারণ গ্রামবাসীদের অনুরোধ করেন। খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, ‘করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও সতর্ক থাকতে সরকার ২৬ মার্চ থেকে দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন।

এজন্য ভিজিডি কার্ডধারী গরিব, দুস্থ নারীরা যাতে মার্চ মাসে তাদের চাউল পেয়ে যায় এজন্য তাদের বাড়িতে বাড়িতে চাউল পৌঁছে দেয়ার সিদ্ধন্ত নেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ভ্যান করে ওয়ার্ডে ও গ্রামে গ্রামে কার্ডধারীদের কাছে চাউল পৌঁছে দেয়া হয়। একই সাথে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে সকলকে নিজ বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সন্ধ্যায় খলিষখালী ইউনিয়নে গাছা, দলুয়া,বাগমারা, খলিষখালী, ইসলামকাটি বাজারে উপস্থিত থেকে সকল চায়ের দোকান বন্ধ করে দেয়া হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version