খায়রুল আলম সবুজ (খলিষখালী) পাটকেলঘাটা প্রতিনিধি : খলিষখালীতে সহানুভূতি তালার ‘সৃষ্টির সেবার মাঝে স্রষ্টাকে খুঁজি’ এই স্লোগানকে সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর পক্ষ থেকে গরিব অসচ্ছল মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) দুপুর ২ টায় খলিষখালী ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান এ ফ্রি চিকিৎসা সেবার প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন। এ সময় সহানুভূতি তালা এর প্রতিষ্ঠাতা আহŸায়ক আব্দুল আলিম, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. আব্দুল্লাহ আল-আমিন (সোহান) (এমবিবিএস, এমএমসি, বিসিএস স্বাস্থ্য), ডা. শাহরিয়ার আল মেহেদী (এমবিবিএস, ডিএমসি, বিসিএস স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন), ডা. বি, কে মন্ডল (এফসিপিএফ অর্থো, এমএস অর্থো এমআরসিএস ইউকে), ডা. জারিন তাসনিম (এমবিবিএস, ডিএমসি, বিসিএস স্বাস্থ্য স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ), ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তারগণ বেলা ২ টা থেকে রাত পর্যন্ত বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
খলিষখালীতে ‘সহানুভূতি তালার’ আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/