ফেব্রুয়ারি ১২, ২০২০
তিন উৎসবকে সামনে রেখে যশোরের গদখালীর ফুলের বাজার জমজমাট
বেনাপোল থেকে এম ওসমান : ফেরুয়ারিতেই তিন উৎসবকে সামনে নিয়ে প্রতি বছরই আনন্দে ভাসে যশোরের গদখালীর ফুলের রাজ্যের ফুল চাষিরা। সারা বছরই কমবেশি ফুল বেচাকেনা হলেও মূলত ১৩ ফেরুয়ারি বসন্ত বরণ উৎসব, পরদিন ভ্যালেন্টাইনস ডে আর ২১ ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখেই জমজমাট হয়ে ওঠে এই ফুলের রাজ্যের ফুল বাজার। এবারও সে আনন্দ আর উৎসবের জন্য এই রাজ্যের ফুল চাষিরা ফুল চাষে ব্যস্ত সময় পার করলেও কিছুটা মলিন হয়ে উঠেছে চাষিদের মুখ। হাসি মাখা মুখে একটা অদৃশ্য মলিন ছাপ ফুটে উঠেছে চাষিদের। তারা বলছেন, সব রকম ফুলের উৎপাদন ভাল হলেও ফুলের রাণী গোলাপে ভাইরাস আক্রান্ত হওয়ায় গোলাপ উৎপাদন কিছুটা থমকে গেছে। গদখালি ফুলচাষি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রনি আহম্মদ বলেন, ১৩ ফেরুয়ারিতে বসন্তবরণ উৎসব, পরদিন ভালোবাসা দিবস আর ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ফুলের ব্যাপক উৎপাদনসহ বেচাকেনা বেড়ে যায়। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর উৎপাদন ভালো হয়েছে। ফলে কেবল এ তিন উৎসবেই বেচাকেনা ৬০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছি। 8,563,590 total views, 2,295 views today |
|
|
|