ফেব্রুয়ারি ২৯, ২০২০
কালিগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে দেশকে মাদকমুক্ত করার লক্ষে কালিগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টায় ‘সমাজ পরিবর্তনে যুব সংহতি’ প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে ও লিডার্স এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ইউকেএইড’র অর্থায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার দুদলী নতুন হাটের মোড় হতে সদরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল পর্যন্ত ম্যারাথন সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, শেখ আব্দুল করিম, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী শওকাত হোসেন, প্রোগ্রাম অফিসার সুলতা সাহা প্রমুখ। ম্যারাথন দৌড়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়া সংস্থা, এনজিও প্রতিনিধি ও যুব সংহতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পরে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়। 8,742,715 total views, 3,057 views today |
|
|
|