Site icon suprovatsatkhira.com

স্বাস্থ্যসম্মত জীবন গড়তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই : ইউএনও রাসেল

নিজস্ব প্রতিনিধি: আমরা বিদেশে যেয়ে সেই দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশংসায় লিপ্ত থাকি। অথচ আমরা যদি আমাদের বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে পারি অবশ্যই বিদেশিরা আমাদের দেশে ভ্রমণ করতে এবং এদেশকে নিয়ে প্রশংসা করবে। স্বাস্থ্যসম্মত জীবন গড়তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। কিন্তু আমরা অনেকেই সেটাতে অভ্যস্ত না হওয়ার কারণে অপরিচ্ছন্ন পরিবেশে জীবন যাপন করি। এমনকি আমাদের শোয়ার ঘর, রান্নার ঘর, বাড়ির উঠানেও আবর্জনা থাকে যেটা কাম্য নয়। বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে ‘‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’’ প্রতিষ্ঠার জন্য মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি গ্রামের খাস জায়গায় ময়লা রাখার স্থান করা হবে। তাছাড়াও উপজেলায়ও একটি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য স্থান নির্ধারণ করা হবে। নিয়মিত ভালভাবে হাত মুখ ধোয়া ও স্বাস্থ্য সচেতন হওয়ার মধ্য দিয়ে সমাজের সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির জন্য সকলের প্রতি আহŸান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাহিনুর রহমান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version