Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা সিটি কলেজে নব-নির্মিত ‘রবি ভবন’ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজের নব-নির্মিত ‘রবি ভবন’ এর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রæয়ারি) সকালে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র সভাপতিত্বে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ‘রবি ভবন’ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সারা দেশ ব্যাপী মুজিববর্ষ উদ্যাপন হবে। আমাদের সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করব। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে বিশাল বিশাল ভবন সহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সিটি কলেজে আজ দৃষ্টি নন্দন হয়ে ভবনগুলি আলো ছড়াচ্ছে। সাতক্ষীরা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজকে জাতীয় করণের জন্য মহান জাতীয় সংসদে দাবি তুলে ধরেছি। আমি আশা করি ইনশাল্লাহ হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জেলা যুবলীগের আহŸায়ক মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহŸায়ক কৃষ্ণপদ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. ইউনুছ আলী, ড. মো. আব্দুল আজিজ, মনিরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শেখ হারুন উর রশিদ, মকসুমুল হাকিম, সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ওবায়দুর রহমান লাল্টু, মাস্টার মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম বাপ্পী, আসাদুজ্জামান খান প্রমুখ। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে দৃষ্টিনন্দন চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক (আইসিটি) ভবন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হয়েছে। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রধান অফিস সহকারী আব্দুল ওহাব আজাদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version