Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট: ‘মুজিববর্ষের আয়োজন সুস্থ দেহে, সুন্দর মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে অধ্যক্ষ প্রোফেসর এস.এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি উপস্থিত সকলকে মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দেশকে ভালোবেসে দেশের সেবায় কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে সোনার মানুষ হতে হবে। আগামী প্রজন্ম সকল বাঁধা বিপত্তি পেরিয়ে দেশকে আরো এগিয়ে নেবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, উপাধ্যক্ষ প্রোফেসর মো. আমান উল্লাহ আল হাদী, আবুল কালাম আজাদ, বলাই চন্দ্র ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, শেখ আব্দুল অদুদ, সুকুমার দাস, মকসুমুল হাকিম, শেখ হারুন উর রশিদ, মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ। বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীর চর্চা শিক্ষক মুহা. আব্দুল্লাহ আল আমিন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version