ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম, শেখ হারুন উর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মকসুমুল হাকিম, মোহাম্মদ আবু সায়ীদ, এনছান বাহার বুলবুল, শেখ শফি উদ্দিন সফি, মো. কামরুজ্জামান রাসেল, প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।