ডেস্ক রিপোর্ট: ‘সবাই মিলে হাত মেলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস- উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ ফেব্রæয়ারী) সকালে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মাছ, ফল ও শাক সবজি সবকিছুতেই ভেজাল। ভেজাল খাদ্যে মানুষের বিভিন্ন দুরারোগ্য ব্যাধিসহ জীবনহানি ঘটায়। সকল খাদ্য নিরাপদ ও ভেজাল মুক্ত রাখতে বিক্রেতা ও ব্যবসায়ীদের সদিচ্ছাই যথেষ্ট। জননেত্রী শেখ হাসিনা সরকার জনস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যসহ কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য প্রাপ্তির বিকল্প নেই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, অরবিন্দ বিশ্বাস, দেবাশিস চৌধুরী, মো. জাকির হোসেন, মাসুদুর রেজা প্রমুখ।
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবসে উদযাপন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/