Site icon suprovatsatkhira.com

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ছেলেমেয়েদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : খুলনা বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রæয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জন প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে সংশ্লিষ্ট খেলোয়াড় এবং তার দেশ সহজেই বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। খেলাধুলা শৃঙ্খলাবোধ শেখায়, যা সুশৃঙ্খল জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। সরকার লেখাপড়ার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল পর্যায়ের শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার মধ্যে রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক মো. আব্দুল মতিন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ১০ জেলার জেলা দল ও বিভাগীয় সদর দল মিলে মোট ১১টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে ২৭ জন করে মোট ২শ’ ৯৭ জন প্রতিযোগী অংশ নেয়। দৌড়, লাফ, বর্শা নিক্ষেপ, রিলেসহ মোট ৩৩টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version