ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রভাব খাটিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত খগেন্দ্রনাথ দাশের ছেলে নিরোদ দাশ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। পাটকেলঘাটা থানার বড় বিলা মৌজায় ১৮৩৫/৩৬ দাগে ১১৮ শতক সম্পত্তি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে আমরা তিন ভাই দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু আমার কাকা মৃত নগেন্দ্র নাথ দাশের ছেলে স্বপন দাশ, উজ্জ্বল দাশ, টিষান দাশ এর নিকট থেকে একই এলাকার বছির খাঁর ছেলে কাশেম খাঁ দুই দাগে ৯৬ শতক জমি কোবলা দলিল মূলে খরিদ করেন। ক্রয়কৃত সম্পত্তির পাশে আমাদের সম্পত্তি হওয়ায় উক্ত সম্পত্তির উপর কু নজর পড়ে কাশেম খাঁর। এরপর থেকে কাশেম খাঁ আইন, আদালতের তোয়াক্কা না করে কৌশলে আমাদের পৈতৃক সম্পত্তি গায়ের জোরে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমি বর্তমানে কাশেম বাহিনীর হুমকির কারণে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনের মধ্যমে প্রভাবশালী কাশেমের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/