ফেব্রুয়ারি ৬, ২০২০
শার্শা থানা শিশু বান্ধব কেন্দ্রের উদ্বোধন
বেনাপোল প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এ শ্লোগানে শার্শা থানাকে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শার্শা থানায় ফিতা কেটে ও স্থানীয় সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সামনে রেখে শুভ উদ্বোধন করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এসময় ওসি আতাউর রহমান বলেন, শিশু বান্ধব থানা হিসাবে গড়ে তোলার লক্ষে শার্শা থানার পক্ষ থেকে আমরা এ আয়োজন করেছি। তিনি বলেন, একজন শিশু থানায় আসলে সে যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয়। অনেক সময় অনেক ঘটনার শিকার হয়ে শিশু ভিকটিম হয়ে থানায় আসে। এই ভিকটিমের মনে যাতে কোন ভয়ের সৃষ্টি না হয় বা থানা পুলিশ সম্পর্কে কোন নেতিবাচক ধারণা সৃষ্টি না হয় সে লক্ষে শার্শা থানা পুলিশ স্ব-উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেছে। এছাড়া অনেক শিশু বাবা মার সাথে থানায় আসে, তারাও যেন পুলিশ দেখে আতঙ্কিত না হয় তারা পুলিশের সাথে থানায় এসে বন্ধুদের মত আচরণ করতে পারে, তার জন্য শিশুদের খেলাধুলা সহ নানান ধরনের উপকরণ থাকবে থানা চত্বরে। শিশুরা চকোলেট পছন্দ করে তাদের থানার পক্ষ থেকে চকোলেট দিয়ে আপন করে বন্ধু সুলভ আচরণ করে পুলিশ সম্পর্কে সু-ধারণা দিতে হবে। 8,562,441 total views, 1,146 views today |
|
|
|