ফেব্রুয়ারি ৩, ২০২০
শহরের রাস্তা পরিদর্শনে সরেজমিনে এমপি রবি
ডেস্ক রিপোর্ট: জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ ও ভোগান্তীর শিকার মানুষের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখতে গেলেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৩ ফেব্রæয়ারি) বেলা ১১টায় তিনি শহরের ইটাগাছা বিহারী বাগান এলাকায় যান এবং জনদুর্ভোগ ও ভোগান্তীর শিকার মানুষের সাথে কথা বলেন । এসময় তিনি বলেন, জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে জন দুর্ভোগ ও ভোগান্তী সৃষ্টি করা যাবে না। মিলে মিশে সকলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করার আহŸান জানান। রাস্তার বিষয় শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষে তাৎক্ষণিকভাকে স্থাপনার কাজ বন্ধ রাখার আহŸান জানান। ইটাগাছা সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন বিহারী বাগান রাস্তাটির পাশের জমির মালিক জামাল হোসেন বকুল সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ঘর ভাড়া দিলে তারা পাকা স্থাপনা নির্মাণ করলে ঐ এলাকার মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। শতাধিক মানুষের দীর্ঘদিনের চলাচলের পথে পাকা স্থাপনা করার কারণে চলাচলের পথ বন্ধ হওয়ায় ঐ এলাকার মানুষ দলবদ্ধ হয়ে এমপি রবির কাছে অভিযোগ করলে তিনি বিরোধ মেটাতে সরেজমিনে গিয়ে সকলের সাথে কথা বলেন। ইতিপূর্বে পৌর কাউন্সিলর, পৌরসভা ও সদর থানা এ রাস্তার সমস্যা সমাধান করে দিলেও মানছে না রাস্তা বন্ধ করে পাঁকা স্থাপনাকারী পক্ষ বলে অভিযোগ করেন ঐ এলাকার বসবাসকারী শহরের ইটাগাছা বিহারী বাগান এলাকার দেবাশিস, মাকতুম, প্রশান্ত, আলতাপ, গোলাম রসুল, প্রভাষক আশরাফুর রহমান খোকন ও নিলীমা আক্তারসহ আরো অনেকে। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 8,477,361 total views, 2,089 views today |
|
|
|