ফেব্রুয়ারি ৮, ২০২০
লতায় ঘের দখলের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় লতা ইউপির শামুকপোতায় চিংড়ি ঘের থেকে পেশি শক্তি বলে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ চিংড়ি ঘেরটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির মুখে সর্বশেষ দখল চেষ্টার অভিযোগ এনে ঘের মালিক গোলাম মোস্তফা গাজী ও তার পক্ষে এক জমির মালিক সুব্রত সরকার শনিবার থানায় পৃথক ২টি অভিযোগ করেছেন। কপিলমুনির কাশিমনগর গ্রামের শামছুর রহমান গাজীর ছেলে গোলাম মোস্তফা লিখিতভাবে জানিয়েছেন, ডিডমুলে হারীর টাকার বিনিময়ে তিনি লতার শামুক পোতা মৌজায় বিভিন্ন দাগ খতিয়ানে .৩৭৪ একর জমিতে চিংড়ি ঘের করে আসছে। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই কয়েকজন ব্যক্তি ঘের থেকে অবৈধভাবে জমি দখল করার চেষ্টা করলে বিরোধের সূত্রপাত ঘটে। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, মৌসুমের শুরুতেই ৭৫-৮০ বিঘা জমির মালিকরা তাদের সম্পত্তি এ চিংড়ি ঘের থেকে পৃথক করে নিতে চাইলে গের মালিক ও তাদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। যা থানা পর্যন্ত গড়ায়। 8,581,579 total views, 9,349 views today |
|
|
|