Site icon suprovatsatkhira.com

মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত জরুরী বিভাগ চালু করা হবে-এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে মেডিকেল কলেজ হাসপাতাল তত্ত¡াবধায়ক কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি রবি বলেন,‘অসহায় রোগীদের স্বার্থে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল বাড়িয়ে দ্রæত জরুরী বিভাগ চালু করা হবে এবং স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা হবে। ডাক্তার সংকট দুর করে সিসিইউ ও ডায়ালসিসসহ সব বিষয়ে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে। মুজিববর্ষ উদ্যাপনে মেডিকেল কলেজ হাসপাতালকে আলোক সজ্জার মাধ্যমে নতুনভাবে সাজানো হবে। আমরা বড় ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর মত একজন মহান ব্যক্তির জন্ম শতবার্ষিকী উদ্যাপন করতে পারছি।’
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, তত্ত¡াবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ্উদ্দিন আহমেদ, ডা. মোখলেছুর রহমান, ডা. আজিজুর রহমান, ডা. প্রশান্ত কুমার কুন্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুস, ডা.সালেহা আক্তার প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version