ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব বর্ষ পালনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মেয়র তাজকিন আহমেদ চিশতি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী, জুবায়ের হোসেন, নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, আব্দুল কাদের, মুশফিকুর রহমান মিল্টন, আব্দুল্লাহ আল মামুন, সেবা অফিসার শহীদুর রহমান প্রমুখ। সভায় মুজিব বর্ষ উদযাপনে জেলা প্রশাসনের সচিত্র পরিকল্পনা তুলে ধরা হয়। পরিকল্পনাটি দেখে সাংসদসহ অন্যান্যরা সন্তোষ প্রকাশ করেন। সভায় মুজিব বর্ষ উদযাপনে শহরের সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত গ্রহণ ও একাধিক উপ কমিটি গঠন করা হয়।